কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সিটি করপোরেশনের সেবামূলক কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এ ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু, প্যানেল মেয়র জমিরুদ্দিন খান, কাউন্সিলর মাসুদুর রহমান, সরকার মো. জাবেদ, জাহাঙ্গীর আলম বাবুল প্রমুখ। পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়।
কুসিক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ কাউন্সিলর সোহেলের পরিবারের নিরাপত্তা ও সম্পদ রক্ষার দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে তাঁরা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।