রংপুরে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রলোভনে ফেলে ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মহানগর ও জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল রোববার দুপুরে রংপুর মহানগর ও জেলা সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. আতাউর রহমান।
গ্রেপ্তার দম্পতি হলেন সবুজ মিয়া ওরফে সবুজ মেম্বার (৪৩) ও তাঁর স্ত্রী পারভীন বেগম (৩৩)। রংপুর সদরের মমিনপুর চৌধুরীপাড়া গ্রামে তাঁদের বাড়ি।
সিআইডি জানায়, রংপুর নগরীর পশ্চিম বাবুখাঁ এলাকার ব্যবসায়ী মামুনুর রহমান বাদী হয়ে গত বছরের জুলাই মাসে মহানগর কোতোয়ালি থানায় অর্থ আত্মসাতের অভিযোগ একটি মামলা করেন। পরে মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। এর সূত্র ধরে গত শনিবার দিবাগত রাতে মমিনপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দম্পতিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মামুনুর রহমানের মনা ইলেকট্রনিকস নামে শাপলা চত্বরে একটি দোকান রয়েছে। ২০০৫ সালে সবুজ মিয়া ওরফে সবুজ মেম্বার ও পারভীন বেগমের সঙ্গে মামুনুর রহমানের পরিচয় হয়। সবুজ মিয়া নিজেকে জিনের বাদশা হিসেবে পরিচয় দেয়। মামুনুর রহমানকে ব্যবসায়িকভাবে লাভবান হওয়াসহ অল্পদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হওয়ার প্রলোভন দেখায় ওই দম্পতি। কথার ফাঁদে ফেলে ব্যবসায়ী মামুনুর রহমানের কাছ থেকে কয়েক দফায় ৭৪ লাখ টাকা হাতিয়ে নেন।