হোম > ছাপা সংস্করণ

প্যারিসে এক মঞ্চে নগর বাউল শিরোনামহীন ও মুজা

নগর বাউল ও শিরোনামহীন—বাংলাদেশের এই জনপ্রিয় দুই ব্যান্ডের দেখা হবে ফ্রান্সে। দেশটির রাজধানী প্যারিসের স্তা স্টেডিয়ামে ২৬ জুন অনুষ্ঠিত হবে ‘ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ কনসার্ট’। এতে নগর বাউল ও শিরোনামহীন ছাড়াও গাইবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী ‘আইলারে নয়া দামান’খ্যাত মুজা। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠান আফিওরা সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে। উপলক্ষটি উদ্‌যাপন করতে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ দূতাবাস প্যারিস।

নগর বাউল ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ কনসার্টে গাইতে ২৪ জুন দেশ ছাড়বে নগর বাউল। এর আগে সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে গান গাইতে প্যারিসে গিয়েছিলেন জেমস। সে আয়োজনটি হয়েছিল ইনডোরে, প্যারিসের বন নবেল মিলনায়তনে। এবার খোলা মাঠে আরও বেশিসংখ্যক দর্শক নগর বাউলের গানে মেতে উঠবেন, এমনই আশা আয়োজকদের।

মাস তিনেক আগেও প্যারিসে গান শুনিয়ে এসেছে শিরোনামহীন। তবে ওই সফরে ইনডোরে পারফর্ম করেছে ব্যান্ডটি। এবার আয়োজনটি হচ্ছে আরও বড় পরিসরে। এই প্রথম ইউরোপের কোনো স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন। দলটির প্রধান জিয়াউর রহমান জানান, এই কনসার্টে অংশ নিতে শিরোনামহীন দেশ ছাড়বে ২৪ জুন। ফিরবে ১০ আগস্ট। এর মধ্যে ২৬ জুন স্তা স্টেডিয়াম কনসার্টের পর এত্রিতাত, জিয়োল্ড, আমস্টারডাম ও প্রাগ অঞ্চলগুলোতেও গান শোনাবে দলটি।

আয়োজক রাব্বানী খান জানান, ইভেন্টের প্রায় দেড় মাস আগেই এই কনসার্ট ভেন্যুর ধারণক্ষমতার সম্পূর্ণ টিকিট প্রি-বুকড হয়ে গেছে। তাঁর আশা, ২৬ জুন প্যারিসের বুকে এক টুকরা বাংলাদেশ খুঁজে পাবেন দর্শক-শ্রোতারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ