হোম > ছাপা সংস্করণ

মনোনয়ন না পেয়ে আ.লীগ নেতার পদত্যাগ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন না পাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশফুজ্জামান মিঠু দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছেন। গতকাল শনিবার সকালে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমন্বয় সভায় তিনি এ অব্যাহতিপত্র জমা দেন।

অব্যাহতিপত্রে ব্রহ্মপুর ইউপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিঠু উল্লেখ করেন, জনবিচ্ছিন্ন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান বাবুকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগে রেজুলেশন দেওয়া হয়। এসবের পরও তাঁকে নৌকার মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এ কারণে এই নেতার পক্ষে তাঁর নির্বাচনী কাজ করা সম্ভব নয়। তাই তিনি ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন। এ ছাড়া তিনি ব্রহ্মপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অব্যাহতিপত্রটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গ্রহণ করেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর বলেন, আশফুজ্জামান মিঠু তাঁর দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্রটি জেলা আওয়ামী লীগের কমিটির কাছে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ