দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাথরের চর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার পাথরের চর মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উত্তর মোয়ামারি ফুটবল একাদশ ৪-১ গোলের ব্যবধানে উত্তর মকিরচর ফুটবল একাদশকে পরাজিত করে।
জানা গেছে, টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। খেলা শুরুর আগেই ভক্ত সমর্থকদের ভিড়ে পুরো মাঠ কানায় কানায় ভরে যায়। ফাইনাল ম্যাচে উত্তর মোয়ামারি ফুটবল একাদশ বড় ব্যবধানে জয়ী হয়। জয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়।