হোম > ছাপা সংস্করণ

সিএনজি স্ট্যান্ডের জায়গা দখল, সড়ক অবরোধ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিংয়ের জন্য রেলওয়ের জায়গায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অটো শ্রমিকেরা সান্তাহার-টু-রানীনগর সড়ক এবং ডিজিটাল হোটেল স্টার নামের রেস্তোরাঁটি প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে কানুনগো অফিসের কিছু লোকজন ও হোটেল স্টারের কর্মচারীরা স্ট্যান্ডটি দখল করতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ের কানুনগো অফিসের কিছু লোকজন ও হোটেল স্টারের শ্রমিকেরা হোটেলের সামনে থাকা স্ট্যান্ডটি দড়ি দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে শতাধিক অটো শ্রমিক ঘটনাস্থলে যান। এ সময় অটোরিকশা দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। এতে সান্তাহার-রানীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সময় তাঁরা ওই রেস্তোরাঁর প্রবেশ মুখে অটোরিকশা রেখে সেটি অবরুদ্ধ করে রাখেন।

এ সময় অটোরিকশার শ্রমিকেরা রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরে জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলামের সঙ্গে পুলিশের আলোচনার হয়। এরপর শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, কারও সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ওই স্ট্যান্ডের জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য হোটেলকে দেওয়া রেল বিভাগের ঠিক হয়নি।

হোটেল স্টারের মালিক রানা সরদার বলেন, গাড়ি পার্কিংয়ের জন্য অটোরিকশার স্ট্যান্ডের জায়গা দখলের চেষ্টার বিষয়ে তিনি কিছুই জানেন না।

জায়গা বরাদ্দ দেওয়ার বিষয়টি অস্বীকার করে রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ‘পরবর্তী সময়ে হোটেলের জন্য পার্কিংয়ের জায়গা প্রয়োজন হলে বিধি অনুযায়ী ব্যবস্থা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ