হোম > ছাপা সংস্করণ

অফিস সহকারী সাময়িক বরখাস্ত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়া রাহেলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মোস্তাফিজুর রহমান সদাগরকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৬ নভেম্বর বিদ্যালয়ের কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারেন।

জানা গেছে, গত ৭ এপ্রিল হালগড়া রাহেলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও খোশালপুর দিয়েলপাড়া গ্রামের মো. মোস্তাফিজুর রহমান ওরফে সদাগরসহ কয়েকজন একই গ্রামের মো. ওয়াহেদ আলীসহ তার স্ত্রী ও আত্মীয়স্বজনকে মারপিট করে গুরুতর জখম করে। ওই ঘটনায় ওয়াহেদ আলী বাদী হয়ে মো. মোস্তাফিজুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেন। এ মামলায় আদালত মোস্তাফিজুর রহমান সদাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে মো. মোস্তাফিজুর রহমান সদাগর গত ১৫ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

হালগড়া রাহেলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বলেন, কারাভোগের কারণে কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন তালুকদার বলেন, একটি অবগতি পত্র পেয়েছি। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ