ময়মনসিংহে ১০ গ্রাম আইসসহ মো. রুহুল আমিন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত রুহুল আমিন সদর উপজেলার রাজগঞ্জ সাহেব কাচারি বাজার এলাকার বাসিন্দা। গত সোমবার দুপুরে চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার রুহুল আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, মাদক ইয়াবা কারবারিরাই ময়মনসিংহে আইস সরবরাহ করছেন। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আইসসহ গ্রেপ্তারকৃত রুহুল আমিনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।