মানিকগঞ্জের হরিরামপুরের গৃহকর্মী খোঁজাকে কেন্দ্র করে সালমা বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার রাতে আহত নারীকে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সালমা বেগমের মেয়ে পারভিন সুলতানা রাজিয়া জানান, ‘বুধবার বিকেলে সাংবাদিক আনোয়ার চৌধুরী আমাদের বাড়ি যান এবং তাঁর বাড়িতে গৃহকর্মীর জন্য বলেন। আমরা তাঁকে না করে দিই। তিনি জানান তাঁকে নাকি রিপন তালুকদার পাঠিয়েছে। এ নিয়েই রিপন সন্ধ্যার পরে এসে আমার মাকে আঘাত করে রক্তাক্ত করেন।’
রিপন তালুকদার বলেন, ‘আনোয়ার চৌধুরী আমার কাছে কাজের লোক চেয়েছিলেন। তবে সালমা বেগমের বাড়ির সন্ধান আমি তাঁকে দিইনি। বকাবাজির প্রেক্ষিতে হাতাহাতি হলে আমার হাতের আংটির আঘাতে সালমা বেগম আঘাত পেয়েছেন।’
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’