বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের শেষ মুহূর্তে গতকাল প্রতিপক্ষের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম হামলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কি কারণে হামলা হয়েছে তা তিনি জানেন না। তবে খোঁজ নিয়ে দেখছেন।
জানা গেছে, ভোট শেষের পরপরই গতকাল বিকেলে নির্বাচনী এলাকায় হামলার অভিযোগ করেন বিজয়ী জাহিদ হোসেন। তিনি জানান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনের অনুসারীরা তার কর্মী সাকিবকে কোপায়। একই সময় পিটিয়ে আহত করেছে মামুন, নুরুল হকসহ তার ৩ জনকে।
এদিকে নির্বাচনে গতকাল ঘুড়ি প্রতীকে জাহিদ হাসান ১ হাজার ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাটিম প্রতীকে সৈয়দ গোলাম কবির মামুন পেয়েছেন ১ হাজার ৫৭৪ ভোট। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন অফিসার আ: মান্নান এ তথ্য জানিয়েছেন।
নির্বাচনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে। এই ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ছিল। তিনি আরও বলেন, হামলার ঘটনা বিচ্ছিন্ন এবং কেন্দ্রের বাইরে।