বাজারে পলিথিন ব্যাগ ব্যবহারের অভিযোগে কাউনিয়ায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।
গতকাল বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম ও ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফারুক হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন বলেন, উপজেলার বিভিন্ন হাটবাজারে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বৃদ্ধি করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে তাঁদের দোকানে পলিথিনে পণ্য বিক্রি করার অপরাধে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।