হোম > ছাপা সংস্করণ

যুবকের জিব কেটে নিল ওরা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে ডেকে জিব কেটে নেওয়ার অভিযোগে একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী মো. সাইফুর রহমান (৩২) উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মো. রহমত আলীর ছেলে। তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সন্ধ্যায় উপজেলার রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রহমত আলী (৭০) ওই দিন রাতে ধামরাই থানায় একটি মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিঙ্গা গ্রামের ফজল হকের ছেলে শফিকুল ইসলাম (৪০), শফিকুল ইসলামের মেয়ে শারমিন (২২), শফিকুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৩৮) ও শফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২০)।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাইফুর রহমানের শফিকুল ইসলামের কাছে প্রায় ৬০ হাজার টাকা পান ভুক্তভোগী। ২২ অক্টোবর বিকেলে ফরিঙ্গা বাজারে ভুক্তভোগী সাইফুলের সঙ্গে শফিকুলের পাওনা টাকা নিয়ে তর্কবিতর্ক হয়। ওই দিন রাতেই পাওনা টাকা দেওয়ার জন্য ভুক্তভোগী সাইফুরকে শফিকুলের বাড়িতে আসতে বলেন। পরে টাকা না দিয়ে সাইফুরের জিব কেটে নেন। পরে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় সাহা বলেন, শনিবার রাতেই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার ৫ নম্বর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ