‘বৈচিত্র্যের মাঝে ঐক্যের চেতনা ধারণ করি, গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ গড়ি’ স্লোগান সামনে রেখে রংপুরে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সুজন রংপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের রংপুর অঞ্চলের সমন্বয়ক রাজেশ দে রাজু।
এ সময় বক্তব্য দেন শিক্ষাবিদ বনমালী পাল, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সনাক রংপুরের সভাপতি মোশফেকা রাজ্জাক, রংপুর জেলা সুজনের সাধারণ সম্পাদক আফতাব হোসেন, মহানগর সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, কোষাধ্যক্ষ সামছি আরা বিলকিস, সদস্য রশিদুস সুলতান বাবলু, বেলাল হোসেন প্রমুখ।