হোম > ছাপা সংস্করণ

রুটি বিক্রেতা থেকে ইউপি সদস্য রিক্তা

নেসার উদ্দিন, ফুলতলা

খুপরিঘরের রুটি বিক্রেতা রিক্তা ইসলাম (২৭) এখন ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে খুলনার ফুলতলা সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে (৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সদস্য নির্বাচিত হন তিনি। তিনি ১ হাজার ৯৬৩টি ভোট পেয়েছেন।

ফুলতলা বাজারের গরু হাট এলাকায় চায়ের দোকানদার মো. লিয়াকত খায়ের কন্যা রিক্তা ইসলাম। রিক্তা ৬ বছর ধরে রাস্তার পাশে রুটি বানিয়ে বিক্রি করছেন। তার স্বামী পয়গ্রামের ইমরান শেখ পেশায় একজন টাইলস মিস্ত্রি।

তার একমাত্র কন্যা সন্তান তাবাচ্ছুম বুশরা পার্শ্ববর্তী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। রিক্তা নিজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

রিক্তা ইসলাম জানালেন, উপরে আল্লাহ আর নিচে সাধারণ মানুষের ভালোবাসার কারণে আমি নির্বাচিত হতে পেরেছি। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই। অসহায় মানুষের দুঃখ-দুর্দশা লাঘব ও অবহেলিত বস্তিবাসীর উন্নয়ন চাই বলেই আমার নির্বাচনে আসা। নির্বাচনে জয়ী হওয়ায় তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার বলেন, এক খণ্ড জমি, একখানা ঘর ও আর্থিক সচ্ছলতা নেই রিক্তা ইসলামের। ফুলতলার গরু হাট এলাকায় রাস্তার পাশে বসে রুটি বানিয়ে বিক্রি করে সংসার চালান তিনি।

তবে অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি এলাকাবাসীর পাশে থাকতেন। তারই প্রতিদান হিসেবে জনগণের ভালোবাসায় ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ