কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় থেকে গত সোমবার এ কমিটি করা হয়।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ মোহাম্মদ রেজওয়ান হায়াত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পাঁচ সদস্যের আন্ততদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছু-দ্দৌজা নয়নকে।’
শাহ মোহাম্মদ রেজওয়ান হায়াত আরও বলেন, অগ্নিকাণ্ডের অন্তত ৪০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
গত রোববার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-১ ব্লকে আগুন লাগে। আগুনে মুহূর্তেই শিবিরের বি-ব্লক ও সি-ব্লকে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এর আগেই আশ্রয় শিবির ও স্থানীয় বাসিন্দাদের প্রায় ৫০০ ঘরসহ দেশি-বিদেশি সংস্থার নানা স্থাপনা পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, শিবিরের বাসিন্দা মোহাম্মদ আলমের রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।