যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের নিউমার্কেট এলাকায় ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন বাঘারপাড়ার জয়পুর গ্রামের আরিফুল ইসলাম আরিফ (২০) ও দয়রামপুর গ্রামের সাইফুল ইসলাম (২৪)।
তাঁদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা জানান, আরিফ এবং সাইফুল দুজনে যশোর নিউমার্কেটে ক্যারমবোর্ড কিনতে এসেছিলেন। পরে তাঁরা পূর্ব পরিচিত সজীব হোসেনের ইজিবাইকে করে বাড়িতে ফিরছিলেন।
তাঁরা জানান, পথিমধ্যে নিউমার্কেট মার্কাজ মসজিদের সমানে ইজিবাইক রেখে চালক প্রস্রাব করতে গেলে অজ্ঞাত যুবকেরা রিকশায় করে এসে চাকু দেখিয়ে আরিফের কাছে মানিব্যাগ চায়। আরিফ মানিব্যাগ বের করে দিলে সে মানিব্যাগ নিয়ে চম্পট দেয়। এর আগে আরিফ ও সাইফুলকে চাকু দিয়ে কয়েকটি পোচ দিয়ে জখম করে। পরে ইজিবাইকচালক তাঁদের নিয়ে এসে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া সম্ভব হয়নি বলে আহতরা জানিয়েছেন।