বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও ভারতে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের স্নেহালয় সংগঠনের ১১ সদস্যের সাইকেল র্যালি(শোভাযাত্রা) বাংলাদেশে এসেছে।
গতকাল শনিবার বিকেল ৪টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করে। পরে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে প্রবেশ করেন এ সাইকেল র্যালিটি।
ভারতীয় সাইকেল র্যালির দলনেতা ডাক্তার গ্রিশ কুলকার্নি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ভারতে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে স্নেহালয় সংগঠনের ১১ সদস্যের সাইকেল র্যালি নিয়ে বাংলাদেশে এসেছেন। তাঁরা ১০০ জন গত ২ অক্টোবর ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর থেকে ৭৫ দিনের জন্য সাইকেল র্যালিটি যাত্রা শুরু করেন। তাঁদের এ র্যালিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। তবে বাংলাদেশে এসেছেন ১১ জন।