গত বছরের শেষ দিকে অভিনেত্রী রিচা চাড্ডা জানিয়েছিলেন, বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সিনেমায় পা রাখছেন তিনি। কাজ করবেন একজন ব্রিটিশ পরিচালকের সিনেমায়। সেসব কথার প্রমাণ মিলল গতকাল বুধবার। অভিনেত্রীকে দেখা গেল লন্ডনের রাস্তায়, একটি শুটিং সেটে। অভিনয় করছেন ‘আয়না’ সিনেমার। ভারত-যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। মার্কাস মিটের পরিচালনায় সিনেমাটিতে রিচার বিপরীতে আছেন উইলিয়াম মুজলি।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত রিচা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বেশ কয়েকটি আন্তর্জাতিক সিনেমার স্ক্রিপ্ট পড়েছিলাম, কিন্তু কোনোটাই মনে লাগেনি। আয়নার স্ক্রিপ্ট পড়ে অবাক হয়েছিলাম। মনে হয়েছে আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের জন্য এই গল্পটাই ঠিক আছে।’
বলিউডে কাজের অভিজ্ঞতা থাকলেও বিদেশি সিনেমায় কাজের অভিজ্ঞতা রিচার প্রথম। তাই নিজেকে তৈরি করেছেন সময় নিয়ে। যুক্তরাজ্যের শুটিং সেটে নতুন পরিবেশে নতুন অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী। সত্য ঘটনার ওপর নির্মিত আয়না সিনেমার শুটিং শুরু হয়েছে লন্ডনে। সেখানে শুটিংয়ের পাট চুকিয়ে ভারতের বিভিন্ন স্থানে শুটিংয়ের কথা রয়েছে।
এ বছর ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন রিচা। ‘ফুকরে থ্রি’ সিনেমার কাজ শেষ করেছেন কদিন আগেই। বছর শেষে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সেই সঙ্গে নিজের প্রযোজনার প্রথম সিনেমা ‘গার্লস উইল বি গার্লস’-এর কাজও শেষ করেছেন সম্প্রতি।