জম্মু-কাশ্মীরের বৈষ্ণদেবীর মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ পুণ্যার্থী নিহত ও ১৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আশপাশে মন্দির প্রাঙ্গণে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ ভিড় জমায়। ভিড় কমাতে পুলিশ লাঠিপেটা করলে হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে অনুমতিহীন ভক্তদের প্রবেশের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। এবার রথযাত্রায় অংশ নেওয়ার জন্য মন্দিরে ২৫ হাজার মানুষকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।