বিমানবন্দর স্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ এবং মহাখালী ফ্লাইওভারের নিচে বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুর্ঘটনা দুটি ঘটে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, বিমানবন্দর স্টেশনে গতকাল সকাল সাড়ে ৭টায় পণ্যবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হন। স্টেশনের উত্তর পাশে ৩ নম্বর লাইনে কমলাপুরগামী ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। নিহতের বয়স প্রায় ৭০ বছর। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
অপরদিকে, মহাখালীতে ফ্লাইওভারের নিচে বিআরটিসি বাসের ধাক্কায় মো. রনি (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গসা গ্রামের ভ্যানচালক অলিউল্লাহর ছেলে। সে পরিবারের সঙ্গে মহাখালী সাততলা বস্তিতে থাকত। বস্তির একটি মাদ্রাসায় পড়ত রনি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে জানিয়েছে পুলিশ।