বিনোদন প্রতিবেদক
পুরান ঢাকার সম্ভ্রান্ত পরিবারের ছেলে মোকলেস। মহল্লার জনগণ তাকে বেশ বুদ্ধিমান মনে করে। মহল্লার যেকোনো সমস্যায় সবার আগে তাকে ডাকা হয়। তিনি তার বুদ্ধিমত্তা আর সুন্দর বক্তব্য দিয়ে মুহূর্তেই একটি সুন্দর সমাধান টেনে দেন।
অর্থবিত্ততেও মোকলেস প্রভাবশালী। তারপরও তার মনে সুখ নেই।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে আরটিভির বিশেষ নাটক ‘মি. বুদ্ধিমান’। দেখা যাবে আজ রাত ৮টায়। রচনা ও পরিচালনায় মহিন খান।
অভিনয়ে চিত্রলেখা গুহ, মীর সাব্বির, মীম চৌধুরী প্রমুখ।