জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেউগ্রামে গতকাল দিনব্যাপী লাঠি খেলার মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় সারা দিন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে ভিড় জমান।
গতকাল সকাল থেকে ঢাকঢোল বাজিয়ে পুরো গ্রামে কয়েকটি দল লাঠি খেলা দেখিয়ে বেড়ান।
দেউগ্রামের ৮০ বছরের বৃদ্ধ সামছদ্দিন মন্ডল বলেন, ‘সেই ছোট বয়সে আমার দাদা এই মেলার গল্প করত ও ছোটকাল থেকে লাঠি খেলা দেখছি। এই খেলা উপলক্ষে দেউগ্রামসহ আশপাশের গ্রামগুলোয় জামাই ও আত্মীয়স্বজন দু-এক দিন আগে থেকে বেড়াতে চলে আসে।’
সংশ্লিষ্ট মামুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ‘দাদার কাছ থেকে শুনেছি, দুর্গাপূজার দুদিন পর মুসলমানদের মিলনমেলার জন্য পূর্বপুরুষেরা শত বছর আগে থেকে ওই মেলার আয়োজন করে। এক দিনের মেলা হলেও এটা বিরাট আয়োজন।’