সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১-এ চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেল ব্র্যাক ব্যাংক। মহামারি সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর নিরন্তর প্রচেষ্টা ও ডিজিটাল ট্রান্সফরমেশনে নজরকাড়া অগ্রগতির স্বীকৃকিস্বরূপ ব্র্যাক ব্যাংক ‘বেস্ট ব্যাংক ইন প্রাইভেট সেক্টর’, ‘বেস্ট ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস প্রভাইডার’, ‘বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজি’ এবং ‘মোস্ট ইনোভেটিভ কোভিড রেসপন্স’—এ চারটি উপাধিতে ভূষিত হয়েছে।