বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) তিন দিনব্যাপী গবেষণা অগ্রগতির বার্ষিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ভার্চুয়ালি অনুষ্ঠানটির আয়োজন করা হয়। কর্মশালার এবারের প্রতিপাদ্য ‘উন্নত ভবিষ্যতের পথে টেকসই ও অভিযোজিত কৃষি’।
গবেষণার এইচ-ইনডেক্সের ওপর ভিত্তি করে বাকৃবির মোট ১৬ জন গবেষককে গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়। এ ছাড়া কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি পর্যায়ের চারজন উদ্যোক্তাকে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২২’ পুরস্কৃত করা হয়।
বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা ড. এফ এইচ আনসারী। কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।