যশোরের বাঘারপাড়ায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় লাবিব হোসেন নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার বাঘারপাড়ার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাবিব হোসেন কৃষ্ণনগর গ্রামের বিপুল হোসেনের ছেলে।
মৃত শিশুর স্বজন রফিকুল জানান, মঙ্গলবার দুপুরে গ্রামের বাড়ির সামনের রাস্তা দৌড়ে পার হচ্ছিল লাবিব। এ সময় ব্যাটারিচালিত একটি ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন শিশুকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস জানিয়েছেন, শিশুটিকে হাসাপাতালে আনার আগেই মাথায় আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।