সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর উল্লাপাড়া ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার গোলাম আম্বীয়া আলম সুপার মার্কেটের তিন তলায় এর উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলামমোস্তফা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল বাতেন হিরু।
এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, ‘উল্লাপাড়ায় এই প্রথম আইল্যান্ড সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সরাসরি পরিচালিত হচ্ছে। আমাদের সিকিউরিটিজে জেনে বুঝে বিনিয়োগ করুন। কেহ গুজবে কান দেবেন না। প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। উল্লাপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে ৬টি ডিজিটাল বুথ রয়েছে।’