হোম > ছাপা সংস্করণ

অর্ধেক বাস ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

সারা দেশে যানবাহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি দেয়।

গতকাল মঙ্গলবার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জেলা শহর মাইজদীর টাউনহল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা জানায়, কর্মসূচি পালন উপলক্ষে সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টাউন হলের মোড়ে জড়ো হতে থাকে। পরে তাদের দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন-সমাবেশ করা হয়।

প্রায় আধা ঘণ্টার মানববন্ধন-সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের আবদুল মালেক উকিল সড়ক ঘোরে। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়।

মানববন্ধন-সমাবেশে দেওয়া বক্তব্যে শিক্ষার্থীরা শুধু ঢাকা নয়, সারা দেশে যানবাহনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানায়। এ সময় তারা বলে, অর্ধেক ভাড়া কোনো ভিক্ষা নয়। এটি শিক্ষার্থীদের অধিকার। গরিব শিক্ষার্থী শুধু ঢাকায় থাকে না, সারা দেশের জেলা-উপজেলায় গরিব শিক্ষার্থী রয়েছে। তাই সারা দেশে সব যানবাহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া কার্যকরের দাবি জানায় তারা।

শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলে, আজ ঘর থেকে সড়কে বের হলে নিরাপদে বাড়ি ফিরতে পারার নিশ্চয়তা নেই। সড়কে বিশৃঙ্খলার কারণে প্রতিদিনই অনেক তাজা প্রাণ ঝরে যাচ্ছে। কিন্তু সড়ক দুর্ঘটনা রোধে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানায় তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ