হোম > ছাপা সংস্করণ

হুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষার দাবি

গৌরীপুর প্রতিনিধি

গৌরীপুর রেলওয়ে জংশনে জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে হ‌ুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষায় তিনটি দাবি জানিয়েছে ভক্তদের স্থানীয় সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ।

দাবিগুলো হলো ঢাকা–মোহনগঞ্জ রেলপথের একটি আন্তনগর ট্রেনের নাম হুমায়ূন আহমেদ ও কিংবা তাঁর উপন্যাসের চরিত্রের নামে নামকরণ, গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদ চত্বর প্রতিষ্ঠা ও গৌরীপুর জংশনে হ‌ুমায়ূন আহমেদের ভাস্কর্য নির্মাণ।

গতকাল শনিবার দুপুরে গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদের জন্মোৎসবের অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়।

জন্মোৎসবে প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার বলেন, হুমায়ূন আহমেদ রচিত গৌরীপুর জংশন একটি কালজয়ী উপন্যাস। লেখকের স্মৃতি খুঁজতে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসেন। দাবিগুলো পূরণ হলে গৌরীপুর জংশন দর্শনীয় পর্যটন স্পটে পরিণত হবে।

সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েত, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ, প্রেসক্লাবের সদস্যসচিব মশিউর রহমান কাউসার প্রমুখ বক্তৃতা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ