হোম > ছাপা সংস্করণ

বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের জিন্জিরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে গত বুধবার বিকেলে ড্রেজার মেশিন দুটি জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত। এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জিন্জিরাম নদীর বিভিন্ন স্পট থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

তারা জানান, নদী থেকে বালু উত্তোলনের ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত জিন্জিরাম নদীর পাশ দিয়ে যাওয়া দেওয়ানগঞ্জ-সানান্দবাড়ী সড়কটির একাংশ নদীতে বিলীন হয়ে গেছে।

এ ছাড়া বালু উত্তোলনের ফলে সড়কটি পুরোপুরি নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বলেন, ভবিষ্যতে আবার যেন এই চক্রটি বালু উত্তোলন করতে না পারে সে জন্য প্রশাসনের তদারকির দাবি জানান তারা।

দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত জানান, অভিযানে ২টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফিট পাইপ জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, উপজেলার কোথাও যদি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হয় তবে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ