হোম > ছাপা সংস্করণ

ফুটপাতে দোকান, দুর্ভোগ

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুর শহরের ফুটপাত দখল করে বসছে নানা ধরনের ভ্রাম্যমাণ দোকান। এ দোকানিরা ফুটপাত ছাড়িয়ে এখন মূল সড়কে নেমে এসেছেন। এ ছাড়া রয়েছে রিকশা ও ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড।

এতে পথচারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ, সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। এ ছাড়া অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে রাজনৈতিক দলের কিছু নেতা-কর্মী ফুটপাতের এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করেন।

সরেজমিন দেখা যায়, সৈয়দপুর শহরের ২ নম্বর রেলওয়ে ঘুমটিতে ডাকঘরের সামনে সড়ক দখল করে ফুচকা, জুতা ও ফাস্ট ফুডের দোকান। তাই সেখানে সৃষ্টি হচ্ছে যানজটের। ১ নম্বর রেলওয়ে ঘুমটি বঙ্গবন্ধু চত্বর (পাঁচমাথা মোড়) থেকে বিমানবন্দর সড়ক, তাজির হোটেল থেকে বাস টার্মিনাল পর্যন্ত, তামান্না সিনেমা হল থেকে ২ নম্বর রেলওয়ে ঘুমটি পর্যন্ত শের-ই-বাংলা সড়ক, জিআরপি ক্যানটিনের সামনে থেকে বঙ্গবন্ধু চত্বর (পাঁচমাথা মোড়) ও ২ নম্বর রেলওয়ে গেট থেকে থানার মোড় পর্যন্ত দুই পাশের ফুটপাত ও সড়ক দখল করে বসছে অস্থায়ী দোকান। এ ছাড়া রাস্তার দুই পাশে স্থায়ী যেসব দোকান রয়েছে, সেগুলোর বেশির ভাগ মালামাল রাখা হয় সড়কে। স্বনামধন্য বেশ কয়েকটি খাবার হোটেলের সামনে সড়ক দখল করে মোটরসাইকেল, মাইক্রো ও প্রাইভেট কার সড়কে পার্ক করা হয়েছে। এতে যানজটসহ মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

জানা যায়, এর আগে ২০১৪ সালে সৈয়দপুর পৌর কর্তৃপক্ষ শহরের বাজারসহ বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণ করে। পথচারীদের চলাচলের সুবিধার্থে এসব নালার ওপর স্ল্যাব বসিয়ে ফুটপাত তৈরি করে; কিন্তু সেই সব ফুটপাত এখন ভ্রাম্যমাণ দোকানিদের দখলে। এ ছাড়া ২০১৭ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশিদ রাস্তা ও ফুটপাত দখলমুক্ত ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র বিতরণ করেন। সে সময় তিনি নিয়মিত অভিযান পরিচালনা করায় ফুটপাত ও রাস্তাঘাট কিছুটা দখলমুক্ত হয়। কিন্তু এ কার্যক্রমের ধারাবাহিকতা না থাকায় পরবর্তী সময়ে আবারও সড়ক ও ফুটপাতগুলো আগের অবস্থায় ফিরে যায়।

আসলাম হোসেন (৪২) নামে এক পথচারী বলেন, দোকানের ভেতরের চেয়ে বাইরে মালামাল রাখা হয় বেশি। এরপর সড়কে রিকশা-ইজিবাইক রাখা হচ্ছে দুই-তিনটি করে। গাড়ি রেখে চলতে থাকে লোড-আনলোড। ফলে সড়কগুলো একেবারেই সরু হয়ে গেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়।

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান আজকের পত্রিকাকে বলেন, স্বল্পদিন আগে তিনি দায়িত্ব নিয়েছেন। ইতিমধ্যে ফুটপাত ও সড়ক দখলের বিষয়ে পরিষদে আলোচনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন আজকের পত্রিকাকে বলেন, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যানজট নিরসনে খুব শিগগির ফুটপাত ও রাস্তাঘাট অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ