সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গতকাল গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, সদস্যসচিব শরীফ মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল-আমিন মোল্লা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি, মিন্টু ফকির প্রমুখ। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি দাবি জানান।