সাতক্ষীরার কলারোয়ায় বসতবাড়িতে হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আলিফ আল-ইমরান নামে এক ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার আহত শিক্ষার্থীর বোন শাহিনা ইসলাম কলারোয়া থানায় মামলা করেছেন।
আহত বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আলিফ আল-ইমরান (২৩) কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। তিনি ঢাকা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘শিক্ষার্থী আলিফ আল-ইমরান প্রায় এক বছর ধরে মানসিকভাবে অসুস্থ। এরই মধ্যে গত শনিবার বিকেলে তার মানসিক অবস্থার অবনতি দেখা দিলে পাশের নজরুল ইসলামের গোয়াল ঘরের টিনশেডে আঘাত করে।
ওই ঘটনার সূত্র ধরে গত রোববার রাত ১টার দিকে নজরুল ইসলামসহ কয়েকজন ইমরানের বাড়িতে ঢুকে তাঁকে বাড়ির সামনের বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে মারতে থাকে।
পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।
এ বিষয়ে কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে ৪ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।