পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গতকাল এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন। জাতিসংঘের একটি গাড়িবহরকে লক্ষ্য করে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ আশ-শাবাব এ আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায়। হামলায় জাতিসংঘের কোনো কর্মকর্তা নিহত বা আহত হয়েছেন কি না, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
বোমা হামলায় ঘটনাস্থলের মুকাসার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ধসে গেছে। তা ছাড়া পার্শ্ববর্তী একটি হাসপাতালের একটি সীমানাপ্রাচীরও ভেঙে গেছে। বোমা হামলার পর গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কয়েক বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে আশ-শাবাব। সংগঠনটি এ পর্যন্ত অনেকগুলো আত্মঘাতী বোম হামলা চালিয়েছে। সংগঠনটি নিজেদের আইএসএর স্থানীয় শাখা বলে দাবি করে।