হবিগঞ্জ শহরের গার্নিং পার্ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি বসতবাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি আগুনে তাঁদের অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। পুড়ে গেছে অনেক মূল্যবান কাগজপত্রও।
ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে গার্ণিংপার্ক এলাকার মোস্তফা মিয়ার বাসায় আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন চারপাশের ছড়িয়ে পড়ে। একে একে পুড়ে যায় ১০টি বসতবাড়ি।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ইউনিটের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।