হোম > ছাপা সংস্করণ

গৃহবধূর ঝুলন্ত লাশ হত্যা না আত্মহত্যা?

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরীতে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রাজমিন বেগম (৪০) নামের ওই নারী আত্মহত্যা করেছেন বলে দাবি সন্তানদের। তবে রাজমিনের ভাই ও চাচার দাবি, স্বামীর নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।

গতকাল নগরের টুলটিকর এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজমিন বেগম ওই এলাকার মিয়াবাগের বন্ধন হাউসের নাছির উদ্দিনের স্ত্রী। তিনি মিরাপাড়ার মৃত ইছন মিয়ার মেয়ে।

সন্তানদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজমিন বেগমের তিন সন্তান গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঘরে টেলিভিশন দেখছিল। হঠাৎ তারা তাদের মাকে ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে। তাদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে ওড়না খুলে রাজমিনের ঝুলন্ত দেহ নামান। খবর পেয়ে তাঁর স্বামী শ্যালককে নিয়ে বাসায় গিয়ে রাজমিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা।

এদিকে, রাজমিনের চাচা রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে গিয়ে রাজমিনকে মৃত দেখতে পাই। আমাদের ধারণা, রাতের কোনো এক সময় আমার ভাতিজিকে নাছির উদ্দিন মারধর করে। এতে সে মারা যায়। আর সকালে অসুস্থতার নাটক করে নাছির উদ্দিন আমার ভাতিজিকে হাসপাতালে নিয়ে আসে।’

শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘সন্তানদের দেওয়া তথ্য অনুযায়ী রাজমিন আত্মহত্যা করেছেন। তাঁর ভাই ও চাচার দাবি, স্বামীর নির্যাতনে রাজমিনের মৃত্যু হয়েছে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে তদন্ত করে দেখব, কারা সঠিক। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ