হোম > ছাপা সংস্করণ

সামেক অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজের (সামেক) অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, কর্মী ছাঁটাইসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

মেহেদী হাসান লিখিত বক্তব্যে বলেন, সামেকের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস করোনাকালে ২২ জন সেবাকর্মীর মধ্য বিনা কারণে ৬ জন কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেন। এরপর কলেজের ডা. কামারুজ্জামানের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি নিয়োগ বোর্ড গঠন করে ১১ জনকে নিয়োগ দেন। এ নিয়োগে বোর্ডের সদস্য ডা. সংকর প্রসাদ বিশ্বাস ও কামারুজ্জামান তাঁদের পছন্দের লোক নিয়োগ দিয়েছেন। আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মেহেদী আরও বলেন, ‘এরপর চলতি বছরের গত ২৯ জানুয়ারি সামেকের নোটিশ বোর্ডের ডা. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত চূড়ান্ত তালিকার মাধ্যমে আমরা জানতে পারি উক্ত ২২ জন সেবাকর্মী থেকে আমি ও নুরজাহানসহ ৬ জন কর্মীকে বিনা অপরাধে বাদ দেওয়া হয়। যদিও আমাদের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৬ জনের বেতন থেকে ৪ হাজার ১৩০ টাকা করে কেটে নিত ঠিকাদার আব্দুর রশিদ। এই অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।’

বর্তমানে আমরা ৬ জন চাকরি হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তাঁদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুসকে ফোন করা হলে তিনি মোবাইল ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ