ফেনীর পরশুরাম থেকে নিখোঁজের ২০ দিন পর গাজীপুরের কালিয়াকৈর থেকে এক স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে র্যাব-১ ও পরশুরাম পুলিশ ঢাকার গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে। এ সময় স্কুলছাত্রীর বাবার করা মামলার আসামি মো. সোহাগ আহম্মেদ (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরশুরাম থানায় সোহাগের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ জানায়, পরশুরামের স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী মোবাইল ফোনে মো. সোহাগ আহম্মেদের সঙ্গে সম্পর্কে জড়ায়। সোহাগ দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উত্তর পলাশবাড়ীর বাসিন্দা। সোহাগ ওই ছাত্রীকে গত ১৪ মার্চ বিকেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরশুরাম থেকে নিয়ে যান। মেয়েকে খুঁজে না পেয়ে তার বাবা বাদী হয়ে মেয়ের সন্ধান চেয়ে পরশুরাম থানায় গত ১৫ মার্চ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরশুরাম থানার ওসি মু. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ আহম্মেদ পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছেন। গত সোমবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।