হোম > ছাপা সংস্করণ

ফলের বাগান ও খামারে স্বপ্ন দেখছেন মিন্টু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

লেখাপড়া শেষ করে ছোট একটি ব্যবসা করতেন মিনারুল হক মিন্টু। তবে কৃষিকাজের প্রতি খুবই ঝোঁক ছিল তাঁর। স্বপ্ন ছিল ফলের বাগান ও খামার করার। সেই স্বপ্ন পূরণে নিজের ৬ একর জমিতে গড়ে তোলেন নানা জাতের ফলের বাগান। আর মাছ চাষের পাশাপাশি গড়েছেন হাঁস, মুরগি, গরু ও ছাগলের খামার।

জানা গেছে, এক দশক আগে চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী এলাকায় নিজস্ব পুকুরে মাছ চাষ শুরু করেন মিন্টু। এর পাশাপাশি পুকুর পাড়ে নানা জাতের ফলের গাছ রোপণ করেন। এ ছাড়া খামারে ছাগল ও হাঁস পালন শুরু করেন। ২০১৫ সালে গড়ে তোলেন কলা, লেবু, নারিকেল ও সুপারি বাগান।

গত বছর মিন্টু কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষি অফিস থেকে বিনা মূল্যে পাওয়া গাছসহ কিছু চারা কিনে বল সুন্দরী আপেল কুলের বাগান করেন। পাশাপাশি রোপণ করেন বারি-৪ জাতের আম, গোল্ডেন থাই পেয়ারা ও বারি-১ জাতের মাল্টার চারা।

মিন্টু বলেন, তিনি উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ ও সহযোগিতা পান। এবার প্রায় ২ লাখ টাকার কুল বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি। এ ছাড়া চলতি বছরে ১৫টি গরু নিয়ে শুরু করেছেন ডেইরি খামার। তাঁর খামারে ২০টি ছাগল ও ১৫০টি হাঁস রয়েছে।

মিন্টু আরও বলেন, তাঁর ৩০০টি আম, ১০০টি পেয়ারা, ৩০০টি সুপারি, ১০০টি মাল্টা, ১০০টি কুল, ১২০টি নারিকেল, ৩০০টি লেবু ছাড়াও কলা ও পেঁপেগাছ রয়েছে। এ ছাড়া তিনি বিভিন্ন সবজির আবাদ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, একক প্রচেষ্টায় মিন্টু সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। মিন্টুর মতো অন্যরা পতিত জমিতে ফলের বাগান ও খামার গড়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ