সোনালী ব্যাংক লিমিটেড ও ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার রাজধানীর একটি হোটেলে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. আবু সাঈদ এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও দেওয়ান নাজমুল হোসেন নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এখন থেকে গ্রাহকেরা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ট্যাপ-এ টাকা প্রেরণ করতে এবং ট্যাপ থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। এ ছাড়া সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপ ‘সোনালী ই-ওয়ালেট এবং সোনালী ই-সেবা’ ব্যবহার করে ট্যাপ-এর গ্রাহকেরা সকল প্রকার ফি পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সিইও আতাউর রহমান প্রধান, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল শাকিল আহমেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি