হোম > ছাপা সংস্করণ

২৫ টাকার গোলাপের দাম বেড়ে ১২০ টাকা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আজ বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি বরণ করে নিতে চাই রঙিন ফুল। বিশেষ করে তরুণীরা সাজে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া ক্রাউন পরে। ক্রাউন থাকবে মাথায়। ক্রাউনে ফুলের মধ্যে প্রধানত থাকবে একটি লাল গোলাপ।

সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ফুলের দোকানের পাশাপাশি পাইনাদি নতুন মহল্লা, দোয়েল চত্বর, শাপলা চত্বর, মুক্তিনগর, শিমরাইল, আঁটিগ্রাম, গোদনাইল, জালকুড়িসহ আশপাশের এলাকায় রাস্তার পাশে গলির মুখে বসেছে ছোট ছোট ফুলের দোকান।

সিদ্ধিরগঞ্জের পাইকারি ফুল বিক্রেতা আবু মুসার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর করোনার সংক্রমণ বেশি থাকায় বাইরে তেমন কেউ বের হয়নি। তবে এবার সংক্রমণ নেই বললেই চলে। তা ছাড়া এবার লকডাউন নেই। তাই অনেকেই এই দিনে বের হবেন বলে আশা করছেন।

মেহেদী হাসান সোহাগ একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভালোবাসা দিবসে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ফুল কিনতে এসেছেন। তিনি বলেন, ‘অন্য দিনের চেয়ে আজ ফুলের দাম বেশি। এর আগে আমি ফুল কিনেছি, তখন গোলাপ প্রতিটি ২০ থেকে ২৫ টাকা আর রজনীগন্ধা ১০ থেকে ১৫ টাকা দাম ছিল। কিন্তু আজ প্রতিটি গোলাপ ৯০ থেকে ১২০ টাকা, রজনীগন্ধা ২০-২৫ টাকা ও ক্রাউন ১০০ থেকে ২০০ টাকা দরে কিনতে হচ্ছে। তিনি আরও বলেন, কী আর করার, প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে দাম দিয়েই কিনতে হচ্ছে ফুল।’

ফুলের দাম বেশি কেন জানতে চাইলে ফুল ব্যবসায়ী রিয়াজ বলেন, ‘বিশেষ দিনগুলোতে ফুল বেশি আনা হয়। এ ছাড়া শাহবাগ থেকে ফুল কিনে দোকান পর্যন্ত এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অর্ধশত ফুল নষ্ট হয়ে যায়। তা ছাড়া ভালোবাসা দিবস এলেই আমাদের চওড়া দামে ফুল কিনে আনতে হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ