হোম > ছাপা সংস্করণ

নির্বাচনে হেরে মসজিদ ভাঙলেন এক প্রার্থী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম। এবারের নির্বাচনেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। কিন্তু গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী নূরে আলম মুক্তার কাছে পরাজিত হন সেলিম।

পরাজয়ের ক্ষোভে ইউনিয়ন পরিষদের জমিতে নির্মিত মসজিদ ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর স্থানীয় পর্যায়ে এ নিয়ে চলছে তুমুল আলোচনা। সেলিমের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বহুরিয়া ইউনিয়নের বাসিন্দারা।

তবে সেলিমের দাবি, টিন দিয়ে নির্মিত ওই মসজিদে কেউ নামাজ পড়তেন না বলে সেটি অন্যত্র স্থানান্তর করেছেন। এ নিয়ে তাঁকে ভুল না বোঝার অনুরোধও জানিয়ে ফেসবুকে পোস্টও দিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, ২০১৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন সেলিম। ২০১৮ সালে ইউনিয়ন পরিষদের জমিতে টিন দিয়ে একটি মসজিদ তৈরি করেন তিনি। এবারও চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হন সেলিম। কিন্তু গত ১১ নভেম্বরের ভোটে নূরে আলম মুক্তার কাছে পরাজিত হন তিনি। এরপর গত মঙ্গলবার টিনের তৈরি মসজিদ ঘরটি ভেঙে ট্রাকে তুলে নিয়ে যান সেলিমের লোকজন। বিষয়টি

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে।

গত বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে মসজিদ ভেঙে নেওয়ার অভিযোগ অস্বীকার করে সেলিম দাবি করেন, তাঁর এক খালাতো ভাইয়ের ব্যক্তিগত অর্থায়নে ওই মসজিদটি নির্মাণ করা হয়। কিন্তু জোহরের নামাজের পর ইউনিয়ন পরিষদের খুব বেশি মানুষ না থাকায় ওই মসজিদে নামাজ পড়া হয় না। তাই অর্থায়নকারীর ইচ্ছায় ইউনিয়ন পরিষদের জমি থেকে তুলে নিয়ে মসজিদটি বেলতলিতে স্থানান্তর করা হয়েছে। সেলিম তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মসজিদটিতে যেন পাঁচ ওয়াক্ত নামাজ হয় সে জন্যই এমন সিদ্ধান্ত। দয়া করে কেউ ভুল বুঝবেন না। আমি মুসলমান। মূলত এটা নামাজখানা।’

এ প্রসঙ্গে বহুরিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নূরে আলম মুক্তা বলেন, ইউনিয়ন পরিষদের জমিতে নির্মিত মসজিদটিতে অনেক মুসল্লি নামাজ আদায় করতেন। এভাবে মসজিদ ভেঙে নেওয়া ঠিক হয়নি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই স্থানে একটি পাকা মসজিদ নির্মাণের প্রতিশ্রুতিও দেন মুক্তা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ