নেত্রকোনা সদর উপজেলায় মাটি কাটা নিয়ে টানা তিন দিন সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন সময় উপজেলার কাইলাটি ইউনিয়নের সাতবেরীকান্দা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে মাসুদ নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাতবেরীকান্দা গ্রামের ফিশারিজ ব্যবসায়ী মো. মানিক মিয়াদের সঙ্গে প্রায় এক বছর ধরে একই গ্রামের মাসুদ রানাদের সরকারি রাস্তায় মাটি কাটা নিয়ে বিরোধ চলছিল। গত বছর মানিক মিয়াদের জায়গা থেকে ওই সড়কে মাটি কাটা হয়।
এবারও মাটি কাটতে চাইলে গত মঙ্গলবার মানিক মিয়া বাধা দেন। এতে মাসুদ ও তার লোকজনের সঙ্গে মানিক ও তার লোকজনের সংঘর্ষ বাধে। এতে ১২ জন আহত হন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হওয়ায় মাসুদ নামে একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।