ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেলা প্রশাসনের জায়গা জেলা পরিষদ থেকে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীরা বলেন, জেলার সরাইল হাসপাতাল মোড় এলাকায় মূল সড়কের পাশে জেলা প্রশাসনের ভূমি রয়েছে। সম্প্রতি মূল সড়কের পাশে থাকা প্রায় ২২ ফুট জায়গা ইজারা দিতে দরপত্র আহ্বান করে জেলা পরিষদ।
এই জায়গাটি ইজারা দিয়ে সেখানে স্থাপনা নির্মাণ করলে গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে যানজটসহ জনভোগান্তি তীব্র ধারণ করবে। জনস্বার্থে এই ইজারা বাতিল করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।