ঢামেক প্রতিনিধি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পাশে কিচেনের পেছন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তাঁর নাম মনির হোসেন রাসেল (২৭)। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের এস এম আমিন হোসেনের ছেলে। হাসপাতাল সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর ঢামেকের ১১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন রাসেল। এরপর ২২ অক্টোবর তাঁকে নতুন ভবনের ৫০২ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে ৩৭ নম্বর বেডে ভর্তি ছিলেন তিনি।