হোম > ছাপা সংস্করণ

ভেঙে পড়ছে পাইকগাছা পৌর মার্কেটের ছাদ

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌরসভা মার্কেট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গতকাল শনিবার সকালে মার্কেটের ছাদের একাংশ পাশের রাস্তার ওপর ভেঙে পড়ে। এ সময় আজিবর রহমান নামের এক ক্রেতা আহত হন। এ ছাড়া রাস্তার ওপর থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

এ অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে মার্কেটটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন করে পৌর মার্কেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন দোকান মালিকসহ ক্রেতাসাধারণ।

জানা গেছে, ২০ বছর পূর্বে পৌর সদরের শিবসা নদীর পাশে সাবেক সংসদ সদস্য নুরুল হক মার্কেটটি নির্মাণ করে দেন। নির্মাণের পর থেকে এ পর্যন্ত কোনো সংস্কার হয়নি বলে জানান চা দোকানি মোস্তফা গাজী।

মার্কেটের ব্যবসায়ী কামরুল শেখ জানান, ‘মার্কেটে আমার একটি ঘর রয়েছে। ঘরটি এতই ঝুঁকিপূর্ণ যে সেখানে আমি ব্যবসা করতে পারি না। ওই ঘরে মালামালের গোডাউন করেছি। গোডাউন থেকে মালামাল আনার সময় ভয় করে কখন ভেঙে পড়ে।’

আরেক ঘরমালিক ঠাকুর দাশ মণ্ডল জানান, ‘আমি দীর্ঘ ২০ বছর ধরে এই বাজারে ব্যবসা করছি। কিন্তু ৫ বছর ধরে এই মার্কেটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেকবার মেয়র ও কাউন্সিলরকে বলেছি কিন্তু তাঁরা গুরুত্ব দেন না।’

সংশ্লিষ্ট কাউন্সিলর সরদার ইমরান হোসেন বলেন, ‘এ বছরই আমি নির্বাচিত হয়েছি। তার পরেও খুব দ্রুত ঝুলন্ত ছাদটি ভেঙে ফেলব এবং ঝুঁকিপূর্ণ ছাদ সংস্কার করব।’

পাইকগাছা পৌরসভা মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, মার্কেটটি ঝুঁকিপূর্ণ রয়েছে সত্য। খুব তাড়াতাড়ি মার্কেটটি সংস্কার করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ