ভ্যান, সেলাই মেশিন ও নগদ টাকা সহায়তা দানের মাধ্যমে তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন করেছে পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা। গত শুক্রবার চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সংস্থার বর্ষপূর্তি উদ্যাপন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংস্থার জাকাত ফান্ডের মাধ্যমে অনুষ্ঠানে ৩ অসহায়কে ভ্যানগাড়ি, ৪ দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান ও দরিদ্রদের ব্যবসার জন্য নগদ টাকা তুলে দেওয়া হয়। এতে সঙ্গে সংগঠনের নতুন কর্মসূচি (১১ তম প্রকল্প) ‘স্বনির্ভর কর্মসূচি’ সংগঠনের উপদেষ্টা, দাতা সদস্য, শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা কাউন্সিলর শাহানূর বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক গিয়াস আল মামুন, সহ অর্থ সম্পাদক বেলাল হোসেন।