পাইকগাছার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯ ইউপিতে নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথগ্রহণ করেছেন। গত বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এ শপথ বাক্য পাঠ করান।
২ নং কপিলমুনি ইউপির চেয়ারম্যান মো. কওছার আলী জোয়ারদার, ৩ নং লতায় কাজল কান্তি বিশ্বাস, ৪ নং দেলুটিতে রিপন কুমার মন্ডল, ৫ নং সোলাদানায় মো. আবদুল মান্নান গাজী, ৬ নং লস্করে কে এম আরিফুজ্জামান, ৭ নং গদাইপুরে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, ৮ রাড়ুলীতে আবুল কালাম আজাদ, ৯ নং চাঁদখালীতে শাহজাদা মো. আবু ইলিয়াস, ১০ নং গড়ইখালীতে আব্দুস ছালাম কেরু শপথ গ্রহণ করেছেন।