হোম > ছাপা সংস্করণ

সংযোগ সড়কে মাটি নেই সেতুতে বন্ধ যান চলাচল

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লালপুর গ্রামের কালী নদীর ওপরের সেতুর রেলিং ভেঙে গেছে। মাটি নেই সেতুর দুই পাশের সংযোগ সড়কে। তাই বন্ধ রয়েছে মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ ছোট-বড় যানবাহন চলাচল। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করা হোক কিংবা সংস্কার করা হোক।

সম্প্রতি লালপুর গ্রামে গেলে কথা হয় স্থানীয়দের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশের উত্তর নন্দরামপুর, কলাকূপা, মাধবদী, আকবরনগর, মীরেরচর, গজারিয়া, মানিকদীসহ বিভিন্ন গ্রামের মানুষ এই পথে চলাচল করে। সেতুর কয়েকটি অংশের রেলিং ভেঙে রড বেরিয়ে গেছে। দুই পাশের সংযোগস্থলে পর্যাপ্ত মাটি নেই। খসে পড়ছে সেতুর বিভিন্ন অংশের কংক্রিটের ঢালাই। এ ছাড়া সেতুর পাশের অনেক ইট ও রড স্থানীয় মাদকাসক্তরা খুলে নিয়ে গেছে। এখন এই সেতুতে মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ ছোট-বড় যানবাহন চলাচল করতে পারে না। সেতুতে এখন নিয়মিত আড্ডা দেয় স্থানীয় মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্যরা।

স্থানীয় বাসিন্দা এস এইচ বাকিবিল্লাহ বলেন, ‘লালপুরের কয়েক হাজার মানুষ এই পথে সেতুটি ব্যবহার করে। কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, দ্রুততম সময়ে সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করা হোক। যদি তা-ও না হয়, অন্তত সেতুটি সংস্কার করা হোক।’

মো. সুমন মিয়া নামের আরেক বাসিন্দা বলেন, বখাটেদের উৎপাত বন্ধ করার পাশাপাশি সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া দৈনিক আজকের পত্রিকাকে বলেন, সেতুর বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ