ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর-সাফদারপুর সড়ক পিচ ঢালাই প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি। সড়কটি দীর্ঘদিন খুঁড়ে রাখায় বৃষ্টির মধ্যে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
তবে ঠিকাদারের দাবি, তিনি নতুন করে আট মাসের সময় বাড়িয়ে এনেছেন। যদিও উপজেলা প্রকৌশলী বলছেন, এ বিষয়ে তিনি কোনো চিঠি পাননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর অঞ্চলের গ্রাম উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় কোটচাঁদপুরে পৌনে চার কিলোমিটার সড়কের প্রকল্প এটি। কাজটি পেয়েছেন পেয়েছেন কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি করছেন কোটচাঁদপুরের ঠিকাদার সাইফুল ইসলাম খোকন। প্রকল্পের ব্যয় ধরা হয় দুই কোটি পাঁচ লাখ ৬৪ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান গত ২০২১ সালের মে মাসে ওই সড়কের কার্যাদেশ পেয়েছেন। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয় চলতি বছরের মে মাস পর্যন্ত।
রাজাপুর গ্রামের আমিরুল ইসলাম বলেন, ‘রাস্তাটি খুঁড়ে রাখায় চরম দুর্ভোগে আছে এলাকার মানুষ। বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে যাচ্ছে। এলাকার মানুষকে কাদাপানি মেখে বাড়িতে ফিরতে হচ্ছে। এ ছাড়া স্কুলগামী ছেলে-মেয়েদের দুর্ভোগের সীমা নাই।’
সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘রাস্তাটি দীর্ঘদিন খুঁড়ে রেখেছেন ঠিকাদার। এতে করে চরম ভোগান্তিতে সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাইনি।’
ঠিকাদার সাইফুল ইসলাম খোকন বলেন, ‘সড়কটির কাজ চলমান রয়েছে। বালু ও মাটির সংকটের কারণে কাজটি সাময়িক বন্ধ ছিল।’
কাজের সময়সীমার বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, ‘প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই আমি প্রকল্প পরিচালককে (পিডি) দিয়ে মেয়াদ আট মাস বাড়িয়ে এনেছি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করার সময় রয়েছে।’
উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। ঠিকাদার কাজের সময়সীমা বাড়িয়ে এনেছেন বলে শুনেছি। তবে এখনও চিঠি পাইনি।’