শিক্ষার্থীর শিশু সন্তানকে আগলে রাখলেন শিক্ষক আর নিশ্চিন্তে পরীক্ষা দিল পরীক্ষার্থী মা। গতকাল রোববার এমনই দৃশ্য দেখা গেল মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্রে।
জানা গেছে, একজন দাখিল পরীক্ষার্থী তার ৩৫ দিন বয়সের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য গতকাল শঠিবাড়ি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আসে। এ সময় ছাত্রীর কোলে শিশু সন্তান দেখে এগিয়ে আসেন মাদ্রাসার সুপার ও রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি। তিনি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত শিশুটিকে পরম মমতায় আগলে রাখেন। এ বিষয়ে কথা হলে নাছিমা জামান ববি বলেন, ‘শিশুদের আদর করতে ভালোই লাগে।’